এ জগতে সবাই শুধু ফিরে পেতে চায়
লাভ লোকসান খুঁজে এখন আত্মীয়তায়,
কেউ তো আবার না দিয়ে শুধুই প্রাপ্তি চায়
কপাল গুনে কেউ পায় কেউ বা শুধু হারায়,
দানের পরে প্রতিদানে রয় যদি তুর আশা
দুঃখ পাবি, নিঃস্ব হবি, সঙ্গী হবে হতাশা,
মনে প্রানে ভালবেসে যতটুকু সম্ভব
দান করে যাও সবটুকু , সকল বৈভব,
একদিন সব ফিরে পাবে সূদে-আসলে
সরল আত্মা আন্তরিকতা সত্য থাকলে ,
এক জীবনে সোজা চোখে নাই বা পেলে প্রতিদান
রইলরে তুর হাজার জীবন , হাজার অভিধান ,
বলব তবুও দান করে যাও হয়ে আন্তরিক
যা কিছু পাবে তা নিশ্চিত দানের অধিক ।