আমি তো আর নইরে কুকুর তোদের মত পা'চাটা
আমার ফসল পুড়বে ই তো, থাকবে তো ধান আকাটা
জ্বলছে যেমন দ্রোহের আগুন বুকের ভেতর হৃদয়টা
জ্বলছে আমার ঘর দোয়ার নির্যাতিতার শরীরটা ।
আমার লেখা কাব্য কথা ঘুমায় খাতার বিছানায়
তোমার বলা আ-কথা সব ছাপায় কালির মুর্ছ্নায়
আঁধার রাতে ন্যায়ের সাথে সামঝোতার দ্যোতনায়
আকাশ পথে রোজ স্বপন গাঁথে প্রতিবাদের চেতনায় ।
আঁধার নামলেই মুখোশ টানে হুতোম প্যাঁচার দল
রক্তে স্নাত অবিশ্রান্ত জ্যোৎস্না ঢাকা জঙ্গল
হায়নার হাসি রাশি রাশি শঙ্কিত রা হালে দুর্বল
আকাশের উল্টোপিঠে আজও পূর্নিমার চাঁদ উজ্জ্বল ।
নতুন কায়দার লাশের মিছিল অজ্ঞাত অখ্যাত সব
হাস্নাহেনা ফুল বাগিচায় বিষধরের মহোৎসব
পুবাকাশে তাকিয়ে দেখ্ আসছে ভোর আলোর বৈভব
আমার মতো স্বাধীনচেতা পাখিরা সব করছে কলরব ।