একটা সুন্দর সোনালী সকাল
একেবারেই আমার স্বপ্নের মতো,
চারিপাশ পরিপাটি সাজানো গুছানো
পুবাকাশে সূর্য, মাঠের ঘাস শিশির সিক্ত,
পাখিদের কিচিরমিচির, নির্ম্মল নিবির বায়ু
যেন পৃথিবী নিরাপদ, দূষণ মুক্ত, সকলের বাসযোগ্য।    
বেলা বাড়ে, কোলাহল, বাড়ে ব্যস্ততা
ধীরে ধীরে পৃথিবী বিক্ষিপ্ত অবিন্যস্ত উত্তপ্ত
কোমল শিশুর অবাক চাহনিতে কঠোর বাস্তবতা
কৈশোরের নিরপরাধ আকাশে কাল মেঘের ঘনঘটা
গোলাপের পাঁপড়ি রং বদলানোর আনুষ্ঠানিকতায় মত্ত
হনুমান ডালে ডালে ঝুলে থাকার শৈশবী প্রশিক্ষণে রত।
আরো কিছুক্ষণ আহ্নিক গতি বার্ষিক গতি
সুমেরু - কুমেরু ঘুরে ফিরে মহাকাশের হিসেবে
লাবনীর মায়ের উনুনে আলু ভাতে রান্না শেষ করে  
ঈশান কোণে লালের আভায় যখন গবাদিরা ঘরে ফেরে  
মহাদেশীয় নামাঙ্কনের মহাসাগরের ঘূর্ণিঝড়ে উড়ে  
পুড়ে ছারখার স্বপ্ন আমার সবুজ সোনালী ভোরের।