এই পুকুরটার একটা নাম আছে বটে,
তবে থাক আজ বলবো না, কেননা
এই পুকুরের পাড়ে এত হিংশ্র শার্দুল থাকে যে
সেই নামে আর তাকে ডাকা যায় না ।
স্নান করে সব ভেজা বেড়াল নিয়ম কানুন মেনে
গিরগিটীদের আনাগোনা বড্ড বেশী এখানে,
রাতের জোনাক বন্দী খাঁচায়
কথায় কথায় চাঁদ টুকরো হয়,
অমানিশার হিসাব নিকাশ
মশাল আলোর বিকাশ হয় ;
এই পুকুরে শাপলা শালূক মুক্তো ঝিনুক
সবই পাওয়া যায়, শুধু
মাছ ধরতে জাল ফেললেই যেন
মরুভূমির প্রান্তর ধু-ধু ।
কোটির হিসেব শেষ করে অযুত নিযুত পেরিয়ে
এখন শুধু বিলিয়নের শূন্য বাড়ায় ডানে,
তবুও রাজার আশ মেটেনা স্বপ্ন ডিঙা বেয়ে
মুকুট ভাঙার কম্পিটিশান চলছে সবখানে ।
এই পুকুরে হীরা মানিক জ্বলে জ্বলজ্বল করে
ছায়াকে মুখ ভ্যাংচায় উৎস, ছায়া ভয়ে মরে ,
হামদো ভূত মামদো ভূত পেত্নীর জলকেলি
সব চলে সব চলবে শুধু শত্রু সত্যের বুলি ।