জলন্ত ভিসুভিয়াসের বুকে বসে
শীততাপ নিয়ন্ত্রিত ঘরের কষ্ট কল্পনা
কতটা পংক্তির জন্ম দেবে জানিনা,
আমি জানি লাল লাভার উত্তাপ
পৃথিবীর বুক চিরে বয়ে চলা আগুন নদীর
হৃদয় বিদীর্ণ আর্তনাদ ।
চারিদিকে যখন উষ্ণ প্রেমের প্লাবণে
ভেসে যায় টুকরো টুকরো কমলযোনি
দুর্গন্ধ ছড়ায় কন্ডোমের গর্ভস্থ সম্ভাবনার লাশ (!)
আমার মসিতে সন্ধি বিশ্লেষণ হয়না
নিগূঢ় প্রণয়ে সহমরণের আত্মত্যাগ ।
এভাবে কবিতা হয় না,
কবিতা লেখা যায় না ;
কী বোর্ডে আঙুল রাখলেই চোখের সামনে ভেসে উঠে
চলমান যাতনার অসম্ভব কষ্টের দিন যাপনা,
মিথ্যাচার, অত্যাচার, অভব্যতা আর
সভ্যতার অবক্ষয়ের বিকার ।
ঝাপসা চোখে আঘাত হানে পারিপার্শ্বিক ধুলোবালি
অনিচ্ছার রোদ চশমা রোজ লাগিয়ে চোখে
আমি ঘুরে বেড়াই পাড়ায় পাড়ায় হেমবাবু হয়ে ।