এই শহরে ইট পাথরে
ঘামের গন্ধ বৈ কিছু নেই,
ব্যস্ত নিয়ম থরে থরে
জীবন মানে যেই কে সেই,
হাই দিয়ে ঘুম ভাঙ্গে ভোরে
চায়ের কাপে চুমুক দেই,
ব্যাগ নিয়ে যাই বিগ বাজারে
দাম শোনে রোজ হারাই খেই,
এই শহরে ইট পাথরে
ঘামের গন্ধ বৈ কিছু নেই,
সকাল বিকাল আপিস করে
হাপিয়ে যাই সন্ধ্যে হলেই,
রাত কেটে যায় ঘুমের ঘোরে
মনে থাকেনা কাউকেই ।


এই দেশেতে হরেক মানুষ
হরেক পেশা হরেক দোষ,
দুধ বেচে কেউ অসুদ খায় তো
কেউ শুধু চায় ঘোষ !
কেউবা বেশী খেয়ে খেয়ে
মরণ পথ যাত্রী,
কেউবা আবার অনাহারে
কাটায় দিন রাত্রি !
কারো ঘরে নেইকো আলো
কারো জ্বলে ঝাড়বাতি,
কারো মাথায় নেইকো ছাদ
কারোর ঘরে শূন্য অতি ।


এই শহরে ইট পাথরে
ঘামের গন্ধ বৈ কিছু নেই,
রোদের ঝিলিক দুর পাহাড়ে
চাঁদের বুড়ি রাতে নেই,
এই শহরে আকাশ গড়ে
রেডিয়াম ষ্টিকারেই,
মানুষের মূল্যায়ন করে
অর্থের বিকারেই,
এই শহরে বসত করে
পৃথিবীর মানুষেই,
গ্রাম-শহরের তফাৎ করে
ব্যস্ততার নিরিখেই ।