আসবে সে তো জানাই ছিল
ফনা তোলে বিক্রমে,
নাম ছিল নামাকরনের
ফাইলে বন্দি সম্ভ্রমে ।
ক্রমান্বয়ে আইলা, পাইলিন
হুদহুদ , চপলা, মহাসেন ;
যে যার মত আসে যায়
ছেপে যায় লেনদেন ।
আসছে ফনী, ফুসছে ফনী
চলছে সংবাদ শিরোনাম,
ভাগছে মানুষ, ত্রস্তে মানুষ
শোনছে মানুষ  রেডিও গ্রাম ;
শিবির শিবির খেলেছে কেহ
পকেট ভরছে ঘটিরাম,
আকাশে মেঘে বাতাসে মেঘ
বৃষ্টি চলছে অবিরাম ।
ট্রেন বন্ধ প্লেন বন্ধ,
বন্ধ হাট বাজার ,
দম বন্ধ আজব কান্ড
হাসি ঠাট্টা হচ্ছে আবার ।
মিটিং বন্ধ সিটিং বন্ধ
ইলেকশান গোল্লায় যাক,
প্রকৃতির রোশানলে
অসহায় মানুষ -দুর্বিপাক ।
ফনীর ফনায় পুরী-কটক
বিধ্বস্ত ধ্বংসস্তুপ,
বাংলাকে সমীহ করল
পরলনা ফনীর কোপ ।
তবুও যাঁর যা গেছে
ক্ষতির নেই শেষ,
চাইনা আর আইলা-ফনী
সুখে থাকুক দেশ ।