একটা প্রাণী ছিল ভীষণ ভয়ঙ্কর আর বিপদজনক (নামে)
এড়িয়ে চলতো মানুষ কারণ, সত্যিই ওরা ক্ষতিকারক ; (ভুল ধারনা)
মগ ডালেতে বাস ছিল ঝোপঝাঁড় খুব প্রিয়
পোকা মাকড় খেত ওরা , ভীষণ ভিতু, নিরীহ ;
হালে যখন এই প্রাণীটি বিলুপ্ত প্রায় বন বাদাড়ে
মানুষ তখন করলো আপন নিজ স্বভাবে আদরে ,
ইচ্ছে হলেই যখন তখন রং পাল্টে সঙ হওয়া যায়
বিবেকটাকে বন্ধক রাখলেই নতুন কুর্সি পাওয়া যায় ;
এক বিন্দু রক্ত যারা খায় না, খেতে পায় না
'রক্তচোষা' নামটা ওদের মোটেই মানায় না ;
আজকে যারা এই সমাজে ঝোপ বুঝে কোপ মারে
নীতি আদর্শের বালাই ভুলে স্বার্থের হিসেব করে,
রক্তচোষায় ঘটলে ব্যাঘাত পাল্টি মারে তৎক্ষণাৎ
সম্পর্কের বলি দেয় স্বার্থ সিদ্ধির অপঘাত ;
ওদের নামে, বিশেষণে ভুল করেও ভাই লিখো না
'গিরগিটী' মোটেও রক্ত চোষে খায় না ।