মন্ত্রী মশাই মস্ত মানুষ
ব্যস্ত নিজে, নিজের কাজে,
একাই একশো, ত্রস্ত দেশ
কাঁদছে গনতন্ত্র লাজে ।


জ্বলছে গাড়ি জ্বলছে বাড়ি
জ্বলছে অফিস রাস্তাঘাট,
পুড়ছে নারী মরছে নারী
হচ্ছে মিছিল, নেই পাট ।


ভেদ আছে বিভেদ চাই
চাই বিভাজনের দাঙ্গা,
চিত্রগুপ্তের মরন চাই
হোক না ভূগোল ভাঙ্গা ।


মানচিত্র পাল্টে দেব
ভাষা কৃষ্টি সংস্কৃতি,
সংবিধান ছিঁড়ে খাব
চাই সিংহাসন সুস্থিতি ।


এক যে মানুষ মহান মানুষ
স্বঘোষিত দেশ প্রেমিক,
দেশের জন্য অন্তঃপ্রাণ
শত্রু দেশের নাগরিক ।


ইতিহাসের নিঃস্ব জ্ঞানের
গজ মুর্খের সমাহার,
এদেশ চালায় মহা পন্ডিত
চেলা চামুন্ডা বাটপার ।