-(১)-
গতিপথ অলি গলি রাজপথ তেপান্তর
হাট ঘাট মাঠ আরও জনপদ বিস্তর,
হতাশার নদী তার ডালপালা বিছিয়ে
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মাথা হাত পা চিবিয়ে
উত্তাল ঢেউ তোলে ধ্বংসের তালে তালে
উদ্দাম নৃত্যে ব্যস্ত নিরন্তর ।


              -(২)-
মরক লেগেছে মারন ব্যধির মরছে মানুষ দলে দলে
আতঙ্কের প্রহর গুনছে সবাই সরছে মাটি পদতলে,
লকডাউন কোয়ারেন্টাইন কন্টিনেন্টাল জোন
শতাব্দীর সর্বোচ্চারিত শব্দ জানত কোন জন !
পাখিসব স্থায়ী এখন মানুষ পরিযায়ী
থর হরি কম্পন ধনী গরীব সবারই ।