আমি তো সেই কবে থেকেই জেহাদ ঘোষণা করে বসে আছি
তোমাদের বিরূদ্ধে, বিশ্বাসের বিরূদ্ধে এবং স্বয়ংং ঈশ্বরের বিরূদ্ধে
আবেগে আঘাত করার বিশ্লষনে বাবা আমায়  দিয়ে গেছিলেন নিদান
তোমার যৌক্তিকতায় যদি পারো মানুষকে জয় করো, এই তো বিধান।
পাথরে নিয়ন্ত্রিত  গ্রহ নক্ষত্র যেদিন কথা বলবে
দ্বন্দ্বমূলক বস্তবাদের সার্থকতা তুমি পাবে ;
আদর্শের বুলি আওড়ানো পাকা চুলের ঘরে
আদর্শের মৃত্যু দেখে তুমি তখন হাসবে ;
তবুও তুমি বেঁচে থাকবে মানুষের হৃদয়ে
তোমার জেহাদ তোমায় পথ দেখাবে,
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে
মানুষের অস্তিত্ব অনেক অনেক পরে,
মহাকালের ঘূর্ণাবর্তে তোমাকেই রাজা হতে হবে
ঈশ্বরকে আবার তোমাকেই জবাব দিতে হবে
সৃষ্টির সৌন্দর্যে ঈশ্বর তোমিই সৃস্টি করবে।