জলাঞ্জলীর জন্ম মৃত্যু নিয়ত চলছে
হাট বাজারে শহর গঞ্জে
মানূষ পশুতে,  পশু মানুষে
মানবতা ও বিবেক বোধের
সমান্তরাল রেখানুপাত
পাটিগণিত বীজগণিতে,
পুরাকাল পুড়ে ছাই মহাকালের চুল্লী বেয়ে
ইতিহাসের পাতা, কালি উইয়ের পেটে যাচ্ছে মিইয়ে।
আরেক বার জলাঞ্জলীর প্রতিক্ষায়
আমার রক্তখেকো রাজপথ
অনন্তের সীমানা ভুলে দ্বারে দ্বারে জন জোয়ারে
আবার কখনো বন বাঁদারে
সবুজের সমারোহে,
এঁকে বেঁকে সাপ সাপ খেলে হায়।