বায়ান্নের সেই স্ফুলিঙ্গ
এক নদী রক্ত পেড়িয়ে
জন্ম দিয়েছে একটা মানচিত্র,
একাত্তরে গলা ছেড়ে গেয়েছে
"জয় বাংলা, বাংলার জয়"
সবুজের বুকে এঁকেছে লাল সুর্য ;


ধর্মের অলীক সীমান্তের সুতো ছিড়ে
স্বাধীনতা চেয়ে ছিল আপন নীড়ে
বাংলার বাঙ্গালী, আসমুদ্র হিমাচল ;
সেদিন সুর্য উঠেছিল দিগন্তে রক্ত লাল
সময়ের কাছে নত ক্লান্ত মহাকাল
মাতৃ ভাষায় বুনেছে মায়ের আঁচল ।


পদ্মা মেঘনা যমুনার তীরে
কপোতাক্ষের বেলাভূমি বেয়ে
জল কাঁদা গায়ে মেখে মৃত্যুর দ্বারে ,
খাল-বিল-নদী -পথ প্রান্তরে
সাত কোটি বাঙ্গালী গেয়েছিল গান
এক সারিতে একই সুরে ।


বাঙালির চেতনায় শান দিয়ে
সিংহ পুরুষের অগ্নি ঝরা বজ্রনিনাদে,
জেগে উঠল, হাওর - বাওর - শহর - গ্রাম,
"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"
বাজিল রণ ডঙ্কা, বাংলা হল উদ্দাম ।


লাখো লাখো বাঙ্গালীর আত্ন বলিদান
শত সহস্র মায়ের বিসর্জিত মান
রক্তের হোলি খেলে কোটি কোটি প্রাণ
জন্ম দিল একটি নাম,"বাংলাদেশ"
বাঙ্গালীর হৃদয়ে আজও বাংলার সন্তান
মহীয়ান বলীয়ান্‌ , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।


প্রণতি জাতির পিতা, প্রণত তোমার তরে
মানচিত্র পেয়েছি, পতাকা উড়ে
বাংলায় পড়ি লিখি, গর্বে তে বুক ভরে ;
অর্জিত অধিকারের খচিত ইতিহাস
বাঙ্গালীর স্পন্দনে জাগ্রত উল্লাস ;
বাংলা আজি উন্নত শির, নন্দিত বিশ্ব জুড়ে ।


      'মুজিব শতবর্ষ'