আকাশের নির্লিপ্ত চোখ দেখব বলে
বড় শখ করে চোখ রেখেছিলাম আকাশে,
হৃদপিন্ডে একদলা কালো মেঘ এঁকে
নিকষ তিমিরের বার্তা পাঠিয়ে ইথারে
হাউ মাউ করে কেঁদে উঠে যখন,
ব্যতিব্যস্ত মানুষ দুর্যোগের সেলফি তোলে মোবাইলে
মেঘভাঙা বৃষ্টির মতোই
আমারও অশ্রু ঝরে ;
আবার আকাশ নীল ক্যানভাস বিছিয়ে দেয়
ছবি আঁক শিল্পী, শব্দের আঁচড় কাটা হোক বুকে
কবিতায় বেঁচে থাক তোমাদের প্রেম ।
যেখানে রোদ লোকায় ম্যানহোলে
বসন্ত চিরনিদ্রায়,
সূর্যের আনাগোনা অসহ্য মহাকাশে
নদী'রা দল বেধে শোয়ে থাকে চিতায়,
শুধুমাত্র শঙ্খচিলে'রা মাটি ও শূণ্যের ভাষা জানে ।