মা, তুমি না মা !
তোমার চোখে অশ্রু কেন ! সে তো মানায় না ।
আঁচল তোমার থাকবে ভরা মণি-মুক্তো-হীরায়
কাঁজল তোমার আঁকবে সাগর দুই চোখের কোণায় ;
বুকের পাঁজর বলবে কথা গর্বে ফুলে ফুলে
রূপের বাহার হারবে বৃথা স্নেহ মায়ায় ভুলে ।
মা, তুমি না মা !
তোমার অঙ্গে থাকবে কেন ছেঁড়া বসনা !


হাহাকার ঐ ক্ষুদার জ্বালার জীর্ণ পৃথিবীর
চিৎকার চ্যাঁচাম্যাচি মরার বিদীর্ণ স্মৃতির
অগ্ন্যাশয়ে সইছে সদা বইছে আগুন নিতি
প্রত্যাশায় ধুঁকছে মাতা স্নেহে সুস্থ সন্ততি ।
মা, তুমি না মা !
আকাশ তোমার হবে কেন মাথা গুঁজার ঢাকনা !