মন খারাপ হলে আমি
আকাশের তারা গুনি
চাঁদের ভেতর চড়কা বুড়ির
নিপূন সুতো বুনন দেখি ।
মন খারাপ হলে আমার
বাবার কথা মনে করি
তারা'র বিছানায় আমি
বাবা-মা'কে খুঁজি ।
মন খারাপ হলে আমি
রবি ঠাকুরের গান শুনি
গানের মধ্যে লুকিয়ে থাকা
জ্ঞানের শব্দ গ্রহণ করি ।
মন খারাপ হলে আমার
সাগর পাড়ে একা থাকি
সাগরের ঢেউ বেলা'র বালির
অসংখ্যতা মেপে রাখি ।
মন খারাপ হলে আমি
শব্দ করে ভীষন হাসি
হাসির বিকট শব্দের মাঝে
বিষাদের অনুরনন শুনি ।
মন খারাপ হলে আমার
সবুজের সমারোহে ঘুরি
প্রকৃতির অসীম ধর্য্যের ভীরে
নিজের চঞ্চল মনকে ছাড়ি ।
মন খারাপ হলে আমি
বেলকনিতে বসে থাকি,
রাস্তার বিস্তার বিস্তৃতি দেখে
নিজেকে স্ংযমে রাখি ।  
মন খারাপ হলে আমার
বালিশে মুখ চেপে কাঁদি
চোখের জলের নোনা স্বাদে
মন খারাপের ছবি আঁকি ।