শেষ কবে ছুটি নিয়ে এসেছিল আনন্দ
মনে নেই আজ আর,
এখন শুধু চারিদিকে হতাশা, দ্বন্দ্ব ।
শেষ কবে লিখেছিলাম কবিতা
প্রতিবাদ করে,
মনে নেই আজ আর, এখন শুধু আতঙ্ক, বিষন্নতা ।
চেনা জানা মৃত্যুগুলো এখন ভীষণ ভয়ঙ্কর
চারপাশে পায়চারী করে,
মরার আগে মারবার ।
শেষ কবে হেসেছিলেম প্রাণখোলা হাসি,
মনে নেই আজ আর,
এখন শুধু অভ্যাসে ঠোঁট বাঁকে, নিয়মের হাসি ।
শেষ কবে মৃত্যুরা এসেছিল ঝাঁকে
চেনা নাম ধরে,
মনে নেই আজ আর, এখন শুধু মরন মড়কে ।