আমাদের পাখিটার ভেঙে গেছে ডানা'টা
ভয়ে মুখে তোলে নাকো শষ্য দানা'টা,
খাঁচায় যেন ভাল ছিল, ছিল স্বাধীনতা
মাচায় শুধু আকাশ খোলা, নেই পূর্ণতা,
ইচ্ছে হলেই গাইত গান, বলতো কথা
ডানা ঝাপ্টে যখন তখন জানাতো ব্যথা,
ক্ষিদে পেলেই জুটতো খাবার সারা বেলা
দুধে ভাতে হৃষ্টপুষ্ট , সস্নেহে একেলা ।
এবেলা আর নেইকো মালিক, ভয় যন্ত্রণা
আকাশ বাতাস সবই নিজের, শান্ত্বনা ।
ঊড়তে গেলে খামচে ধরে প্রতিযোগীতা
বসতে গেলে পিঁপড়ে ধরে অনুসন্ধিৎসা,
খেটে খোটে জুটে না উদর প্রমান দানা
ঝড় তুফানে ভেঙে পরে দীন বাসাখানা ।
তবুও চোখে স্বপ্ন বুকে স্বস্তির নিঃশ্বাস
মুক্তির উন্মাদনায় চারিদিকে উল্লাস ।