মাগো, তুমি সেই ছেলেবেলায়
বলতে আমায় কোলে নিয়ে,
"আমি যখন থাকবো না রে
থাকবো ঐ চাঁদে গিয়ে ।"


অঙ্কুরিত যৌবনে আমায় রেখে
চলে গেলে ফাঁকি দিয়ে,
বুজতেই পারিনি শোক বিয়োগ
যৌবনের রসে রঙে ।


মাগো, ভাল নেই এখন আমি
আকাশে নেই নীল,
পুর্ণিমার চাঁদ দেখাই যায় না
আঁধারে ঘুমায় অখিল ।


শার্দুলের হুঙ্কারে কম্পিত রাত
দুর্গম সোনালী সকাল,
দেয়ালের ওপাশে শঙ্কিত সাপ
এপাড়ে স্তব্ধ আগামীকাল ।


ফাগুনের পলাশ আগুনে লাল
নিস্তব্ধ দিগন্তের বৈকাল,
নিশাচরের স্বাধীনতার সুখ
এখন সারাবেলা-চিরকাল ।


চারিদিকে হাহাকার, হৈ হুল্লোর
রক্তের হোলি খেলে, মুর্ত্তি ভাঙ্গে,
প্রতিহিংসার আগুন জ্বলে,
আবার ভন্ড প্রনামে অষ্টাঙ্গে ।


জয়োল্লাসে মুখরিত রাজপথ
আবিরের ছড়াছড়ি অলিগলি,
হাইটেক সাউন্ডে তটস্থ পরীক্ষার্থী
স্যোসাল সাইটে বিজ্ঞের বুলি ।


মাগো, আমি ভাল নেই আজ
বলনা কবে এ গ্রহন ছাড়বে ?
তোমাকে আজ দেখার বড় সাধ
বিষন্ন পৃথিবীর নিঠুর বাস্তবে ।