আমার সাথে যার পরকীয়া,
সন্ধ্যে বেলায় কথায় কথায়
বলছিল, 'আগামী ন'তারিখ তাঁর
বাত্সরিক কাজ', আমিও
ভাব গম্ভীর গলায় সহমর্মিতা্র
প্রকাশ সেরেছি, তবে এখন সে আর অনলাইনে নাই,
তবুও কেন জানি না বার বার মনে পরছে আমার
সেই কথাটা আরেক বার,"ওরাতো জিন্দাবাদ আর
অমর রহে'র ফারাকটাও জানে না, এই চেতনায়
শাণিত হতে যেও না" ।
আহা! কি মূল্যবান কথা ! কালের বিবর্তনের কাছে
নতজানু আজ বন্ধুর অমিয় বার্তা ।
দেশাত্ম্ববোধ যখন দেশ বাসীর কাছে হয় বিজ্ঞাপন
আত্মিক চেতনার আঁতে ঘা লাগে না কি তখন ?
আমারও ইচ্ছে করে, বন্ধুর মতোই সুন্দরী স্ত্রী'কে রেখে
দেশান্তরী হই, দেশটাকে বিকে ।
কোনটাই হয় না আমার দ্বারা
না পরকীয়া প্রেমিক, না দেশ প্রেমিক
তবুও বদনাম রটে যায়,নষ্ট প্রেমিক, দেশদ্রোহী ।