অভাগিনী চোখ খুলেনি
হয়না জেগে উঠা,
মা মা বলে ডাকল শিশু
কাঁদল সারা দেশটা ।
তখন সে তো মা ছিল না
প্ল্যাটফর্মে থিক থিক,
ক্ষুদা তৃষ্ণায় বুভুক্ষা এক
পরিযায়ী শ্রমিক ।
কেউ যদিগো ডাকতো তখন
দলিত শ্রমিক বলে,
ঠিক সে তখন উঠত জেগে
দেখতো চোখ মেলে ।
সন্তানটাকে বুকে নিয়ে
লজ্জা শরম ভুলে,
হাতুরিটা হাতে নিত
দেশ গড়বে বলে ।