কাঞ্চনমালার কালো মেয়ে তুই
      নাইতো গড়ন নাইরে বরন ;
জন্মে শুধুই দুঃখ পেলি , সুখ শান্তি সব ভূলি
অনাহারে অর্দ্ধাহারে চলছে রে তোর জীবন যাপন ।
       শৈশবের ঐ খেলার দিনে
       নীল সাগরে ভাসিয়ে দিয়ে
বাপটা যে তোর ফাকি দিয়ে আনল ডেকে অকাল মরন ;
অনাহারে অর্দ্ধাহারে চলছে রে তোর জীবন যাপন ।
       যৌবন যে তোর ঘামের গন্ধে
          ইট পাথরের রন্ধ্রে রন্ধ্রে
অকাল বোধন করে শেষে হারায় দেহের শিহরন ;
অনাহারে অর্দ্ধাহারে চলছে রে তোর জীবন যাপন ।
      কাঞ্চনমালার কালো মেয়ে তুই
       নাইতো গড়ন নাইরে বরন ;
প্রৌঢ়া হয়ে আঁখিজলে নকশী কাঁথা করিসরে সীবন ;
অনাহারে অর্দ্ধাহারে চলছে রে তোর জীবন যাপন ।
       আইবুড়োতে পাড়ার লোকে
          গল্প বাধে মুখের সুখে
জীবনটা তোর ক্লেশে ক্লেশে মৃত্যু ক্রমে করছে আপন ;
অনাহারে অর্দ্ধাহারে চলছে রে তোর জীবন যাপন ।
          অবশেষে ক্ষীণ আশা
         দিল বেঁচে থাকার ভাষা
সরকারী ভাতা পেয়ে হচ্ছে কি তোর সেদিন স্মরন ?
অনাহারে অর্দ্ধাহারে চলছে রে তোর জীবন যাপন ।।


(আমার দেশের রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন ভাতার মধ্যে এটি একটি বিশেষ ধরনের ভাতার প্রচলন করেছে - '৪৫ বৎসরের বেশী অবিবাহিতা মহিলাদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগীত রচনা কে মাথায় রেখে আমার এই কাব্যখানি )