স্পন্দিত হৃদে
                                   -পরিতোষ ভৌমিক ।


মা তুর নিকষ কালো     জঠরেই কি ছিলাম ভালো তবে !
দেখালে ভবের আলো    ভূমিষ্ঠেই পেলেম জ্বালা সবে ।
লাল রক্তে স্নাত হলো     আমার আপন সদ্ম আলম্বন
চারিদিকে শুধু কালো     সুজন কুজন ছদ্ম পরিজন ।
ন'মাস ন'দিন ধরে         নাড়ির প্যাঁচের অদৃশ্য আদরে
শত ক্লেষ গুম করে        পরিপূর্ণ মাতৃত্বের অহঙ্কারে ,
নারীত্বের ছাউনীতে        মুমুর্ষের আতর্নাদ অবজ্ঞাতে
অস্ত্বিত্বের বার্তা দিতে      গর্ভ চিড়ে জনম দিলে জগতে ।
সবই তো পেলেম মা      আকাশ বাতাস সূর্য তারা পিতা
শুধুই যে পেলেম না        চরম সুখের আন্ত্রিক উষ্ণতা ।
এইখানে যে মা শুধু        হানাহানি রাহাজানি হিংসা ভয়
এ পৃথ্বীর ভানুবিধু           কলঙ্কিত কলুষিত দুঃখময় ।
হাজার আপণ ভীড়ে        মাগো তোমায় খুঁজি স্পন্দিত হৃদে
তুই যে মা মুক্তো হীরে     দে'গো মা ঠাঁই তুর ঐ রাঙা পদে ।
আশিষ করিস মাগো       কষ্টের লাঘব দিতে যেন পারি
পৃথ্বীশ বিধাতা ওগো      ঋনের বোঝা বইতে যেন পারি ।