ঈশ্বর তুমি বিরাজমান আমাদের চলার পথে
রামায়ন মহাভারত গীতা বাইবেল কোরান -এ,
দৃপ্ত পদচারণায় মহাবিশ্বে জাগতিক সাগরে
নিয়ন্ত্রিত প্রতিটি পদক্ষেপ তোমার সরোবর-এ,
বিস্তৃত দৃষ্টিরেখা তব পার্থিব জীব কীট পতঙ্গে
অনুশাসিত সৃষ্টি সমীরন প্রকৃতির প্রতি রন্ধ্রে ।


ঈশ্বর তুমি বিরাজিত মন্দির মসজিদ গীর্জায়
প্রকটিত রত্নচ্ছায়া নামাজ প্রার্থনা পূজার্চ্চনায়,
প্রভূ তুমি রক্ষকের, ভক্ষকেও অবারিত বদান্য
অকৃপনে বর্ষিত কৃপাধারায় স্নাত বিশ্ব ব্রহ্মান্ড ।
সৃষ্টির মহিমা বিকশিতে প্রভূ অনাসৃষ্টি রহিতে
কৃষ্টির যাঁতাকলে নিয়ত লাঞ্ছিত নীরব নিভৃতে ।


ঈশ্বর তুমি বিরাজমান যদি মম চলার পথে
আজি আরেকবার নিক্ষিপ্ত হউক অলোক দৃষ্টিতে
ভুবন বিস্তৃত লাঞ্ছনা বঞ্চনা হিংসা জরা জীর্ণতা
নিবারিত হউক শোষণ নিপীড়ন দুঃখ দৈন্যতা
বৈষম্যের করাল গ্রাসে ন্যুব্জ ধার্মিক মানবজাতি
মুক্ত হউক নির্ভীক চেতনা মু্ক্তির স্বাদে প্রশান্তি ।