স্বপ্নের সীমানা কে কোথায় এঁকেছে কবে
স্বপ্নেরা চিরদিন স্বপ্নেই বিলীন হয় নীরবে,
আমার স্বপ্নেরা বার বার ফিরে আসে
                      ঘুরেফিরে আকাশে
নোনতা স্বাদের ঘামে ভেজা বালিশে
                      অশ্রু নদের সকাশে ।
দিগন্তের দেয়াল বুজি বড় বেশী শক্ত
                      অবহেলা অলীক'তা
ভাঙ্গতে পারেনা এতটুকু, ঝরে রক্ত
                      গুমরে কাঁদে বাস্তবতা ।
স্বপ্ন-বাস্তবের সামীপ্য এই রূঢ় বসবাস
                       বীতশ্রদ্ধ জীবনের অংশীদার,
প্রতিদিনের খতিয়ানে বিয়োগ কষাকষি
                       জোয়ার ভাটার টানে ক্ষত পাড়,
পূর্ণিমার চাঁদ ক্রমশঃ ক্ষ্য়িষ্ণু হয়ে
                        অমাবশ্যাকে ভালবাসতে শেখে,
স্বপ্নের কড়িডোরে একদিন
                        নিষেধের সীমানা আঁকে ।
বেলকনিতে বসে দেখা বকুল ডালের কাকটা
আজ বড় বেরসিক, গলা ছেড়ে গাইছে কাঁ কাঁ ।