দেবতা তুমি দেবলোক ছেড়ে
              এসেছ  কি কভূ সাধারনের ভীড়ে !
দেখেছ কি যাতনা অনাহারে
              দিয়েছ কি সান্ত্বনা ক্ষুদার্তে আহারে !
শুনিতে পাও কি তুমি ধরিত্রীর কান্না
              নিপীড়ন নির্যাতন শোষণ বঞ্চনা,
অদৃশ্য বিচারালয়ে ধর্ষিতার ধর্ণা
              ন্যায়ের প্রতিবাদে রক্তের বন্যা !
তবে কেন তুমি পাবে দীনের সেবা
            অশ্রু ভেজা অঞ্জলিতে ঋণের শোভা,
প্রভূ হয়ে নীরবে থাক যদি বোবা
            মিছে কেন দাও শুধু কামনার প্রভা ?
মন্দিরেতে প্রতিরাতে ধুনির শিখার আঁচে
            লক্ষ কোটির সম্পত্তি নষ্ট বাজে খরচে ,
শেষটুকু শেষ করে তোমার নামে বাঁচে
            পায় কি তারা ফিরে কিছু জীবনের পাছে ?
দেবতা , এবার সময় এসেছে তোমার জবাদিহিতার,
            ঠেকাতে হবে দেয়ালে পিঠ ঠেকা মানুষের ধিক্কার
            মৃত্যুর মিছিলে আত্মহত্যা মানবতার,
দেবতা , এবার সময় এসেছে তোমার জেগে উঠার,
           ঘুচাতে হবে জীবন্ত জীবের বর্বতার রণহুঙ্কার
           মুছাতে হবে বেদনার অশ্রু মায়ের হাহাকার ।
দেবতা তুমি দেবলোক ছেড়ে
              এসো এবার সাধারনের ভীড়ে !
              অধিষ্ঠান হউক তোমার
              আঢ্যে নয় আত্মার গভীরে , সাধারনের ভীড়ে ।