ক্লান্ত দুপুর শান্ত ছায়ায় পাশাপাশি দুজন
একটানা ঝিঁঝিঁর সুর আর পাখির কূজন,
দুএকটা মরা পাতা ঝরে পরার খস্ খস্
চৈতালী খাঁ খাঁ রোদ্দুরে নীরবে ঘুমায় ভুবন ।


প্রকাশ্যে ডান বাম জোড়ে আছে দেহ দুজনের
অথচ দুরত্বে ছেয়ে আছে মন একে অন্যের,
জীবন্ত লাশ দুটোর পাষান চোখে শূন্য দৃষ্টি
হিসেবের লেখাজোকায় মগ্ন একে অপরের ।


ভরা বর্ষায় মাতাল স্রোতের উন্মাদিনী নদী
দুকূল ছাপিয়ে বয়ে চলে স্বপ্ন স্মৃতি ইত্যাদি,
ক্ষ্নিকের ঝঞ্ঝায় লন্ড ভন্ড নির্মিত সভ্যতা
নিমেশে ভূমিকম্পে নিশ্চিহ্ন সাক্ষ্য শত শতাব্দী ।


জোয়ার ভাটার রেখাপাতে পৃথিবীর ভূগোলে
ভ্রান্ত আবেশে আলোড়িত ঢেউ সমূদ্র সলিলে,
চন্দ্র সূর্যের সীমারেখায় সম্ভ্রান্ত সুসম্পর্ক
ঘর্মাক্ত নির্জন দুপুরে পদ দলিত এ পলে ।


নির্জন দুপুর ব্যস্ত আপণ লাস্য ভঙ্গিমায়
দুরে দুটো দোয়েল শিষ দেয় ফুল্ল আঙিনায়,
ক্যানভাসের ছবি মেটাতে ব্যস্ত ত্রস্ত হৃদয়
মিছে আকাবুকি রঙ্গী সুখী বন্ধন পিছে ধায় ।