সেই যে কবে সকাল সবে হঠাৎ দেখা দিয়ে
হাসি মুখে প্রাণ জুড়ালে গলির মাথায় গিয়ে,
গোলাপ রঙা শাড়ী তোমার গোলাপ মাখা ঠোঁট
স্নিগ্ধ ভোরে শিশির ঝরা শেফালিকা দলছুট ,
সেই থেকে আবিষ্ট চোখ অনুরাগে ক্যানভাসে
শুধুই তোমার ছবি আঁকে তুলির টানে আকাশে,
জ্যোৎস্না রাতে তারার সাথে উদাস মনে কথা
নদীর বুকে জোয়ার উঠে উচ্ছ্বাস আকুলতা ,
ঠাকুমার গল্প কথা রাজপুত্তুরের 'কুমারী
লক্ষকোটি আমার তুমি স্বপ্ন কল্পের শুমারি ,
দীঘল কালো কেশ বাহারে রাত্রি আবেশ মাখে
কুচকলিকা যূগল তব পদ্ম কুসুম পাঁকে ,
স্নিগ্ধ প্রাতের সিক্ত রবি কিরণ স্পন্দিত অঙ্গে
মোহাবিষ্ট অক্ষিতারা তীব্র ঝলসায়  স্ফুলিঙ্গে,
অনাকাঙ্ক্ষিত সময়ের আনন্দপ্রভব শাসায়
ভবিতব্যের অস্ত্বিত্ব বুজি বৃথা অবহেলায়,
আজও সুর্য উঠে রোজ সকালে গলির মাথায়
তোমার ঐ হাসিস্নাত গোলাপ  ঠোঁটের আশায়,
তারাদের উপহাস চলছে হতাশ প্রতিরাতে
রং তুলির উৎকিরণে ফ্যাকাশ আকাশ দিগন্তে।।