দীপ জ্বেলে সাজের রাতে লাভ কি বল অশ্রুপাতে
যাতব্য যাবেই যাত্রাপথে, পারে কি কেউ আটকাতে ?
আঙ্গন তোমার জ্যোৎস্না রাতে, হাসবে হৈম চাঁদনীতে
বাগিচায় ফুল সুবাস দিতে রাঙা ভোরের রশ্মিতে
ফুটবে ফুল গাইবে অলি আঁকবে সুরজ দিগন্তে ।


আঁধার কালো রাতের পথে  হিংস্র ভয়াল গোঙানীতে
শিউরে উঠা রোমকূপে  জীবন মৃত্যুর সীমানাতে
যাত্রা যদি লগন পেতে মহা মার্গের মহা স্রোতে
জোয়ার ভাটার অঙ্ক কষে ফল্গু ধারায় বানপ্রস্থে,
লাভ কি বল অনুতাপে (!) অম্লান বদন ঢাক প্রীতে ।


সুনামীর ঐ জলোচ্ছাসে প্রলয় প্লাবন নির্বিশেষে
আকাশ বাতাস হেসে হেসে রংধনুতে রঙের শেষে
অনির্বাণের বুকে মেশে অনন্ত শয়নের দেশে
নাভি মূলে সৃষ্টি ধ্বসে খেলা লীলা অবশেষে
ধরা যদি চায় শোধিতে (!) স্বভাজন হোক ভালবেসে ।