খাল বিল নদী নালা মরু গিরি গাছ পালা
মেঘ বৃষ্টি সুর্য তারা ভবঘুরে রঙ্গশালা
সব ঘুড়েও না পেলে কবিতার  কথামালা
তোমি তো রয়েছ প্রেম হাতে নিয়ে কাব্য ডালা ।


অনুরাগে পূর্বরাগে হাজার কথা সরিতা
ভাবাবেগে নেশা জাগে বিরহ ব্যাথা সবিতা,
যোগ বিয়োগে অন্ধ কোষে রন্ধ্রে রন্ধ্রে ভণিতা
সুখাবেশে প্রেম বিলাশে ছন্দে ছন্দে কবিতা ।


হিংসা জড়া দ্বেষ ঘৃনা শোষন জ্বালা লাঞ্ছনা
গঠন তন্ত্রের বিরূদ্ধে বিদ্রোহের ঘোষনা,
একই পথে দুই যাত্রীর প্রাপ্তির বঞ্চনা
ওসব কেমন বিজ্ঞ বিজ্ঞ সহসা আসেনা ।


বরঞ্চ প্রেমের কথায় লক্ষ কোটি রচনা
অনেক বেশী সাবলীল ও রোমাঞ্চ ঘরানা ,
নর নারী জীব জন্তু পশু পাখি নেই মানা
নরে নরে নারী নারী তাতেও প্রেম বাঁধেনা ।


তাই তো প্রণয় তোমি যে কবিতার প্রেরণা
প্রেমেতেই মালা গাঁথে অক্ষর জানা অজানা,
ভাবনা চিন্তা অনুভূতির প্রসার ঠিকানা
চেতনায় প্রেম ভালবাসা বিস্তার বর্ননা ।