ঐ কুকুরটার ব্যামো হয়েছে,
               লোমশ চিকচিকে চামড়ার জৌলুস অনেক আগেই হারিয়েছে,
              মাংসহীন হাড়গুলো তার ঢাকা শুধু কালচিটে বিদঘুঁটে চামড়াতে,
              তবুও রাজকীয় দুলকি চালে রাস্তা পেরোচ্ছে ।
এক কালে সুঠাম দেহে,
             বাঘা চালে বাজারময় মাত করে রেখেছে
             হাব ভাবে সিংহের ভাই অনেক কুর্নিশ পেয়েছে,
             যখন যেথায় যেমন করে ভাল্লেগেছে, জয় করেছে ইচ্ছেকে,
            গুড়, মুড়ি, দুধ, ঘি যা খাওয়ার সে খেয়েছে ।
            সাঙ্গ পাঙ্গ চেলা পার্ষদ তোষামোদে সারা বছর
            তেলা মাথায় তেল দিয়েছে কর্তার খুশীতে ।
            যৌবনের ভরা গাঙে, বাঁধ দিয়ে মৌবনে
            আত্ম ত্যাগে ভাদ্র মাসে শুধুই চেয়ে দেখেছে ।


ঐ কুকুরটার ব্যামো হয়েছে,
            কান দিয়ে পূঁজ ঝরছে, আটকে গেছে পাঁকে
            হাটবারে হাট বসেছে , কেউ দেখেনা তাকে ।
            অসহায় করূন দৃষ্টি অনেক কষ্টে মেলে রেখেছে
            ঝাপসা দিগন্তের সুর্যাস্তের আভায় রং ঝরছে ।