আজ বিকেলে অনেক ভেবে ঠিক করেছি শেষে
নাহ্, আর কোন দিন তোমায় আমি কাছে ডাকব না ।
তোমার আশায় বসে থেকে দিনটা গেল মিছে
এলে তো না, সময় নষ্টের স্মৃতির বৃথা আনাগোনা ।
ভোরের আলোয় রং মাখিয়ে সেজেগুজে বাড়ান্দাতে
নানান ছুঁতোয় বসে বসে একটিই শালিক গোনা,
জানালার ওপাশ থেকে সুবাস দেয়া গোলাপটাতে
ভ্রমরা পরাগরেনু গায় মাখিয়ে মেলে দিল ডানা ।
ফিঙে দুটো ঝিঙে লতায় লেজ দুলিয়ে পাতার সাথে
করছে বুজি খেলা ধুলা প্রেম আবেশে লেনাদেনা,
বর্ষা কালে ভরা যৌবন নীল আকাশে মেঘে মেঘে
লুকোচুরি খেলছে কিরণ মাঝে মাঝে ঝরছে সোনা,
দুরের ঐ দীঘির জলে হংস যূগল বেড়ায় ভেসে
কপোতী শুধায় সোহাগ বার্তা কপোত মেলে ডানা,
না না না, আর কোন দিন তোমার জন্য বসে থাকব না
অযথা বসে থেকে আশার গুড়ে আর বালি দেব না ।।