হায় গো সুজন ,এ কোন ভেলায় ভাসালে আমায়
ভাব নদীতে বান ডেকেছে জোয়ার জলের আশায়
দুই কূল ছেপে স্রোতের তোড়ে নদীর পাড় ভাসায়;
হায় গো সুজন ,এ কোন ভেলায় ভাসালে আমায় ।


কলাগাছের ভেলা যে তুর জোড়ায় জোড়ায় পচা
বোয়াল মাছে খুবলে খায়  আমার সাধের খাঁচা
পাড়ে পাড়ে শেয়াল ডাকে সাঁজের বেলার আশায়
হায় গো সুজন ,এ কোন ভেলায় ভাসালে আমায়।


কালো মেঘের আকাশ ডাকে ঈশান কোন যে রাঙা
ভেলায় যে তুর নেইরে ছাউ নেইতো পাশে ডাঙা
শেষে বুজি খাবে আমায় জলের মাছ পোকায়
হায় গো সুজন ,এ কোন ভেলায় ভাসালে আমায়।


মাঝ দরিয়ায় তুফান এল ভেলা যে তুর টলমল
কীষের বাঁধন দিলে ব্ন্ধু হেলায় যে মোর জীবন গেল
সুজনরে তুই দেখিস খেলা মিথ্যা ভালোবাসায়
হায় গো সুজন ,এ কোন ভেলায় ভাসালে আমায়।।