লিখতেই হবে এমন কোন দিব্যি নিয়ে তো জন্মাই নি
তবে কেন লেখার জন্যে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে মাথা ঠুকে মরি ;
লক্ষ কোটি মানুষ আছে বিশ্ব জুড়ে ঘরে ঘরে,
কেউ বা লিখে কেউ লিখে না, তাতে কিইবা যায় আসে !
নেশার ঘোরে ঘুড়ে বেড়াই সকাল সন্ধ্যা রাতে
লেখার তোড়ে প্রায়শই মোর রাত হয় প্রাতে,
সমাজ সংসার ভুলে গিয়ে কথার মালা গেঁথে
সমাজ সংসার বাঁচাতে চাই লেখাজোখার পথে ;
বুকের মাঝে ঠাঁই দিয়ে দিই কয়েক মহাসাগর
চোখের কোনে আঁকতে বসি ভালোবাসার বাসর,
দাউ দাউ আগুন জ্বলে স্বপ্ন দেখা মনে
উদাও সব দুঃখ জ্বালা বিলীন গহীন বনে ;
কাক পক্ষীতে কোকিল লিখে সৃষ্টি অনাসৃষ্টি
বদ্ধ ঘরের ঈশান কোনে উঠে ঝড় বৃষ্টি ;
ভাটি গাঙে উজান বেয়ে ভাটিয়ালী সুরে
হয়না চলা শেষ কভু পাল তোলা ভড়ে ;
অট্টালিকার রাজকন্যা গাছ তলায় এনে
বেঁদের সাথে বিয়ে দিই কল্পনার গানে ,
তবুও লেখার জন্যে পাইনা খুঁজে নতুন উপকরণ
ঔপচারিক আজ স্বয়ং আমি লেখার গড়ন গাড়ন ।