আকাশ তুমি ডাকছো কাছে ঘর বসাতে মেঘের কোলে
রিক্ত হৃদয় খগোল বুকে চায়না যেতে  আপন ভোলে,
সাগর তোমার নীল পারাবার স্নিগ্ধ সুনীল মুক্তদ্বার
ক্ষিপ্ত লহর সলিল ধার স্তব্দ জীবন শ্লথ অবিকার,
মহাকালের গর্ভ হতে চিরন্তনী সত্য জাগে যথাকালে
মায়াজালের স্বর্গ পেতে স্বস্ত্যয়নী বৃথা ভাগে যাঁতাকলে,
দক্ষিন সমীর বিজিত বীর বার্তাবহ অনুরণন
মোক্ষম সমর সৃজিত শর অকৃতার্থ অবিস্মরণ,
শৃঙ্গচূড়ের সোনার আভা হাতছানি দেয় পর্ব্বতমালা
অগ্নিগিরির তপ্ত লাভা মাউন্টেনিয়ারের কসরত হেলা,
চন্দ্রকান্তার নিবিড় ছায়া রজনী রাগ তর্জনী ধায়
চন্দ্রাননার গভীর মায়া নির্জন রাত শিঞ্জিনী চায়,
বিজন বনের গহীন ঘেরায় কূজন শোনায় বিহঙ্গম
দুর্জনের দুর্মতি ধারায় সুজন হারায় সুসঙ্গম ,
সর্বোপরি সব ইশারার নাকচ প্রাণের তিক্ত ধারা
বিত্ত বৈভব আঁকড়ে ধরি জৈব সুখে সিক্ত জরা,
পঙ্গুত্বের আমিত্ব আজ দ্বারে দ্বারে দিশাহারা
সব পেয়েও সবের মাঝে আমি শব সর্বহারা ।


(আমার প্রিয় কবিবন্ধু শিমূল শুভ্রের অনুরোধে কবিতার নামটি সম্পাদনা করে নিলাম, আগের নামটি ছিল "আমি শব"  পাশাপাশি আজকের পাতায় আগত সকল প্রিয় পাঠকবৃন্দকে জানাই আমার প্রানঢালা ধন্যবাদ )