এক বুক নীরবতা,
শ্মশানের স্তব্দতাকে হার মানিয়ে
দীর্ঘ্যশ্বাসের করূন কনসার্ট বুকে
আকাশের ছেঁড়া ছেঁড়া মেঘপুঞ্জে
রং তুলিতে চিত্রপটে রামধনু আঁকে ।


সাতটি রঙ্গের ফিকে আভা
উপহাসে ছড়ায় প্রভা,
রঙাধারের শূণ্য বুকে
মিছে ঠুকি তুলিকারে,
আঁচর কাটা যায় যে বৃথা
এঁকে রাখা রংধনুতে ।


জীবাস্মের আলেয়ারা খোলা মাঠে
নৃত্য করে হতাশ চোখের দৃশ্যপটে,
বাতাসের হাত ধরে পিছু ধাওয়া অন্ধকারে
কঙ্কালের মর্মর ধ্বনি সম্বিৎ ফেরায় ।


এক বুক নীরবতায়,
নির্জন গভীরতায় হৃদয়ের স্পন্দন নেড়েচেরে
ভিক্ষাপাত্রে উপচে পরে আয়ূর দান প্রবর ;
উচ্ছিষ্টের বদহজমে উদরজ্বালার আর্ত রণন
নীরবতা ছিনিয়ে নিতে চায়, তবুও আকাশে
সাদা মেঘের ভেলায় তোমার প্রতিক্ষায়
জীবন্ত আগ্নেয়গিরির বুকে লাভা রয়ে যায় ।