দিনের প্রাতে ফুলের সাথে
প্রস্ফুটনের খেলায় মেতে
অলির সাথে সুর মিলিয়ে
মিহি রোদের ভোর বিলিয়ে
সবুজ পানের ধানের ক্ষেতে
সংগোপনের কথার স্রোতে
সোঁদা মাটির গন্ধ শুঁকে
লুটোপুটির কাঁদা বুকে
যায় বয়ে যায় দিন ভর
খোলা আকাশ সুখের ঘর ।
সন্ধ্যা কূজন বনে বিজন
ঘরে ফেরার বার্তা বহন
সাঁজ বাতির দিপালী ক্ষণ
নীরের সুখে  মনোরঞ্জন
বাউলা গানে অশান্ত মন
শ্রান্ত দেহের উৎসেচন
ঊর্ব্বর জমি বীজ বপন
রস নীরসে অবিবর্তন
রাত কাটে রাত দিন ভর
বিছানার জীবন বর্বর ।