জমাট বাধা মেঘগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে
পেঁজা তোলার মতোই বাতাসে উড়ছে,
নিমেষে ঘনঘটা, কালো রঙের বার্তাটা
বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্ন হয়ে বদলে দিচ্ছে
বদল হবার কথা ছিল যতটুকু ......।
********************
প্রসবিনীর আর্তচিৎকার নবজাতকের আগমনে
ক্রমশ হারায় যেন নৈসর্গ উন্নতির অভিধানে,
ধর্ষিতার বিবষনা দেহের ক্ষত বিক্ষত চিহ্ন
দর্শিত হয়না ভগের গভীর ক্ষতের সামনে,
শহিদের বেঁচে থাকার মর্মন্তুদ হাহাকার
বেদীর ফুলে ফুলে চিরকাল ব্যার্থ অবিকার ।
**********************
এখন আর কাল বৈশাখীর ভয় নেই বুকে
শক্ত পোক্ত ঘর বেঁধেছি ইট সিমেন্ট সুকড়িতে ,
ঈশান কোনে দেয়াল পেতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছি
তুমি আসবে বলে স্বপ্ন সুখের প্রতীক্ষাতে ।
আগুনের লেলিহান শিখা বড়ই সুন্দর লাগে
গাঢ় লালের আভায় রক্তের লাল সাজুস্যে,
সাগরের ভয়ঙ্কর ঢেউয়ের গর্জ্জন সুমিষ্ট সুরে বাজে
যত সব স্বরূপ ছাড়ি যখন আছড়ে পরে পদতলে,
অশনিসম্পাতে খুঁজে পাই না বজ্রনিনাদ বিকট
বিদ্যুৎ ঝলকানির স্ফুলিঙ্গ যেন আঁধারের পথপ্রদর্শক ।
**********************
মেঘের ভেলা বাতাসের দোলা অদৃশ্য অবেধ্য
অথচ আজও বাতায়ন খোলা বিস্মৃতি দুর্বোধ্য ।
বেঁচে থাকা চিরকাল যুদ্ধের বিজয় সফলতা
আকাশ মাটি জল বাতাস মিলে মিশে একাত্বতা,
মা, বাবা, শহিদ, ধর্ষিতা সকলের সহবাস
আজকের পৃথিবীর কাছে নিতান্তই নিশ্বাস ।