প্রভু তোমার আকাশ বাতাস বড়ই ধন্দময়
আকাশ দেখে মন জুড়ায়,চলে সৃষ্টি স্থিতি লয় ,
নীরব আকাশ উদাস কাটায়, কালো শঙ্কা ভয়
আনীল আকাশ বিশ্বাস জাগায়, লালে লালে ক্ষয়,
মহাশূণ্যের হাতছানিতে নভশ্চারীর বিজয়
মহাকালের গর্ভ হতে মৃত্যু ছিনন যুগ নির্ভয়,
সাদা মেঘের আভরনে বিলুপ্ত ভীষন প্রত্যয়
রংধনু স্বর্গ রচে হৃদস্পন্দনে বৈরাগী নিশ্চয় ,
স্তরে স্তরের বায়বীয় সুনিপুণ বাতাবরণ
পৃথিবীর জন্ম আদি অন্ত আর জীবন মরন ।
প্রভু তব বায়ূ মাঝে শ্বাস প্রশ্বাস নিঃশর্ত দান
দেহাঙ্গনে অস্তিত্বের সীমা খুঁজে নিরন্তর প্রান,
অদৃশ্য অস্পৃশ্য মহিমার অদ্ভুত অনুভূতিতে
সুদক্ষ চালক পাঠালে নিস্পাদক বিনে সূতোতে ।