আমার ছোট্ট ছেলের বায়না আজি যাবে আমার সাথে
ফুল দেবে সে স্যালুট দেবে , বিপ্লবী চে' কে ।
এক হাতে তার ফুলের মালা এক হাতে আমি
লাফিয়ে লাফিয়ে সাত সকালে চললো দিতে প্রনামী,
হঠাৎ করেই প্রশ্ন করে বসে আমায় সে......
বাবা, তোমার প্রিয় নায়ক এই চে গুয়েবারা  কে ?
দু চার কথায় কি আর বলি বিপ্লবীর কথা
বিপ্লব যে সমার্থক তাঁর , বিপ্লবই শেষ কথা,
এক গাল হেসে গম্ভীর ভাবে শুধাই তারে শেষে
ইতিহাসের নন্দিত ও নিন্দিত পুরুষ সেঁ ।
চিকিৎসক নিবন্ধক কবি সাহিত্যিক,
রাজনীতি তাঁর নামের ভূষন, রাজা ও মন্ত্রী ।
আজকেও এই এত বছর এত শতাব্দী পরে
চে' নামে বিপ্লব ও চেতনাকে জানে,
সেঁ ছিল সেই মহাপুরুষ, যাঁর প্রত্যয়ে
সমাজতন্ত্র বলবে শেষকথা এই পৃথিবীতে ,
এখানে থাকবে না আর শাষন শোষন যন্ত্র
ধনী গরীব শ্রেনী বিভেদ পূঁজিবাদ বা ধনতন্ত্র ।
ছেলে আমার কচি পায়ে হাঁটছিল টুকুন টুকুন
হঠাৎ থেমে নীরব ভেঙ্গে জিজ্ঞাসিল এখন,
"তবে কেন নিন্দিত সেঁ , বাবা বলবে আমায় ?"
বুকে তোলে কাছে টেনে বলি কানে কান
পূঁজিবাদ আর সাম্রাজ্যবাদ যে এখন চলছে মহান ।