দিন দুপুরে রাত নেমেছে আকাশ গেছে ছেয়ে
কালো মেঘে রোদের আভা পালায় ভয় পেয়ে,
ছুটছে গরু ছুটছে ছাগল ফিরছে পাখি নীড়ে
ফুসছে জল কল কল ভাসছে নদীর তীরে ,
আকাশ কোলের মেঘেরা সব নামে বৃষ্টি নিয়ে
ভয়াবহ আপ্লাবনে ঘর বাড়ি নেয় ভাসিয়ে ।
হাট বসেছে গঞ্জ যেথায় নদীর কূল বেয়ে
জলোচ্ছাসে সাঙ্গ হলো লেনদেন সব চুকিয়ে,
চিন্তা ভীষণ পরলো মনে ঘরের কথা ভেবে
জীর্ণ ঘরে একা মেয়ে, এখন কি জানি কি হবে !
যেই ভাবা সেই কাজ মাথায় নিয়ে বৃষ্টি বাজ
ছাতা মাথায় ধরল হাঁটা গায়ের পথে আব্বাস,
লম্বা সরু সড়ক শেষে নদীর তীরে এসে সে
জলের তোড়ে ভয় পেয়ে গর্জায় আপণ শ্লেষে,
"এত কিছু হচ্ছে দেশে, হয় না সেতু এই দেশে,
কোনদিন জানি এ জলের স্রোতে কে যাবে ভেসে"।
ছাতা ব্যাগ মুষ্ঠি করে ঝাঁপ দেয় নদীর বুকে
যেমন করে পার হয় নদী রোজ রোজ লোকে,
ভরা বর্ষার খরস্রোতে আব্বাস ডুবে নদীতে
জীর্ণ শীর্ণ ঘর তার সুরক্ষিত রয় স্মৃতিতে ।।


***** বরষার আয়োজন *****