হাত দুটো তার অকেজো আর পা দুটো বাঁকা
দেহের ভার সহ্য করে নেই তো চলার সাধ্য একা,
মুখ ফোটে তো বাক্ ফোটে না জন্মাবধি বোবা
বিকলাঙ্গ স্থবির অথর্ব পুত্রে অসহায় মা বাবা,
বস্তির ভাঙ্গা ডেঁরায় সে বেড়ে আজ  কিশোর
ভিখারী মা অসহায় রোজ অভিশাপের প্রতি ভোর,
বাধ্য হয়ে ভেবে চিন্তে স্কন্ধরে বহন করে
ছেলে নিয়ে রেখে আসে বাড়ান্দায় বড় অফিস ঘরে,
পঙ্গু বোবা দেখে সবে দয়ায় দেয় দাক্ষিণ্য
উপার্জনের নতুন উপায় পায় খুঁজে মা অনন্য,
সে থেকে পালা করে রোজ সকালে বাবা মা
তাকেই নিয়ে বেড়োয় কাজে ভিক্ষে মাগে দুই অকর্মা,
পঙ্গু বোবা ফ্যালফ্যালিয়ে দেখে শুধু মানুষ
মানুষেরা করে দয়া সৃষ্টিকর্তা ঈশ্বরে দেয় দোষ,
এখন ওরা ভালই আছে খেয়ে পরে বেঁচে
ঈশ্বরের দান অপাংক্তেয় আজ রুটি রুজি রচে ।