জীবন আমার শাঁখের করাত শখের বধ্য ভূমি
বিপর্যস্ত ,পর্যুদস্তের  হিসেব নিকেষ গুনি,
ভালবাসার মায়াজালে মহাশূণ্যের আবর্তে
অন্তরীক্ষে করি সন্তরন কূল কিনারা ভুলে ,
হৃদয় মম আবিষ্ট আজ কালের চক্রবুহে
গন্তব্য কন্টকাকীর্ণ অস্তিত্ত্ব সংকট আবহে,
বেখেয়াল খেটে নিরবধি অভীষ্ট প্রতিদান
নিষ্প্রভ নীল পিদিম কম্পাস ওষ্ঠাগত প্রাণ,
বরনারী বারনারী আজ ধর্ষণ সমারোহে
দিগন্ত জোড়া বিস্তীর্ণ মাঠ হালে বিল প্লাবনে,
শিরা উপশিরা হেরি রক্তকণিকা সংবহন
রক্তচাপের দাপন জীবন্ত লাশ ক্ষণে ক্ষণ,
মুহূর্তে রণচণ্ডী রূপ লভি বিসর্জিতে কৃত
নিমেষে চুপসে যাই বিস্মৃত বিভোর চিত্ত ।