ঐ দেখ ঐ সবুজ প্রান্তর কেমন লালের লালিমায়
দুলছে হাওয়ায় তালে তালে সুখ আবেশে গরিমায়,
দিগন্তে ওই সুর্য ডুবে নীল সাগরের অতল তলে
চাঁদ তারারা দিচ্ছে ঊঁকি আঁধার ভেদে আকাশ কোলে ।
রাতের গগন নেশায় মগন গলির মোড়ে অলিন্দে
রাত যেখানে রঙীন সুখে বিভোর মোহের দ্বন্দ্বে,
একই মানুষ এক আলো এক ঠিকানা এক নেশা
নিত্য তবু আসর সাজে নতুন স্বাদের ঘৃণ্য পেশা,
তবুও চাঁদ স্নিগ্ধ আলো ছড়ায় অনুরাগের ছোঁয়া
মিটি মিটি তারাগুলো বিলায় মধুর প্রেমের ধুয়া ।
বুক ভেদী ঐ আকাশ নীলে ছড়ায় কত আর্তনাদ
বস্ত্র কত ছিন্ন ভিন্ন , ধ্বংস রূপের ঢক্কানিনাদ ;
বিজন বনের কুজন শেষের নিঝুম রাতে নিশাচর
সঙ্গ দেয় মেকাপ মাখা ক্ষত বিক্ষত মুখবিবর ।
ঐ দেখ ঐ পুব আকাশে সোনালি রং ফোটে
পাহাড় চূড়া ঝলমলায় বাগে অলি জোটে,
দিগ দিগন্ত আলোকিত তপন উদয় আবহে
ধরা পূনঃ ব্যস্ত ত্রস্ত জীবন সংসার নির্বাহে ।