দুদিন ধরে খুব করে ভাবছি বসে লিখব কি
খাতা কলম হাতেই রইল, স্তব্দ লেখালেখি ।
নেইমার থেকে পঞ্চম দা, আসল সবাই মাথায়
কেউ দিল না দুটো লাইন আমার খাতার পাতায় ।
দেশের কথা, মায়ের কথা, আকাশ- নদী- খরা
রম্য -জীবন -প্রেম -রূপক কেউ দিলনা সাড়া ।
একে তো ব্যস্ত জীবন তার উপরে নির্বাচন
সব মিলিয়ে কবিতা বুজি নিয়েই নিলো নির্বাসন !
মনে মনে খুব ভাবি, পেতেও চাই প্রেরণা
কিন্তু কি যে হল আজ , পাই শুধুই যাতনা !
অজিতেশ দা ফিরে এসে লিখছে কত দারূন
কবীর হুমায়ূন প্রিয় দাদা যেন আসরে অরুন !
বন্ধু আমার শিমূল শুভ্র নতুন বাবার নতুন উদ্যম
মঞ্জর হোসেন মৃদুল'টা তো লিখেই চলছে বেদম !
মল্লিকা দি ছন্দে ছন্দে পোষ্ট দেয় মহানন্দে
মিতা দি মাঝে মধ্যে স্বমহিমায় ফেলে দ্বন্দ্বে,
ডিজিটাল কবি যান্ত্রিক তন্ত্রে থ্রি ডি লিখে রাতে
এম আশিকুর রহমান তার পোষ্ট দেয় প্রাতে,
বোদরুল ভাই আপন ছন্দে বিমানে বসে ল্যাপটপে
ভাব গাম্ভীর্যে মন্তব্য করে ভাল কবিতার ঘেরাটোপে,
সাইদুর ভাই আর আনিছুর রহমান যেন মিলে মিশে
যুক্তি করে কাব্য লিখে আবার থাকে সবার পাশে ।
গোস্বামী'দার সেরা কীর্তি আঞ্চলিক সব ভাষা
ঝরাপাতা মাঝে মধ্যেই দেয় শুধু সব আশা ।
আরো কত কবি যে লিখেন স্বনামে আর বেনামে
আমি কবি অ-কবি'র লেখার মান ক্রমেই কমে।
কি আর করি ! শুধুই ভাবি ! মাথা চুলকাই, নখ কাটি
কাব্যতার হয়না চুরি '- এ কথা যে বড়ই খাঁটি ।
হাসান ইমতির গবেষনায় কবিতায় শব্দের আরোহন
শামা ফারসি'র অভিমানের আসর করা বর্জন,
সবই দেখি সবই শুনি সব উপলব্ধি করি
পারি না শুধু জেনে শুনে কবিতা করতে চুরি ।