ছুটছে ঘোড়া রং বেরঙের উঠছে ধুলা পথে
ঘোড় সওয়ার মারছে চাবুক সপাং সপাং পিঠে,
লোমশ দেহের অলখ ক্ষতের তীব্র যন্ত্রণা
খুর আঘাতে ভাঙ্গছে মাটি সরল ভাবনা,
ধুলিকণা উড়ছে বায়ে বইছে দিগ্ দিগন্তে
সতেজ প্রাতের ডুবছে রবি কলুষ দিনান্তে ,
ধুলিময় সাগর নদী আকাশ বাতাস গিরি
স্তরে স্তরে যাচ্ছে ঢেকে নৈসর্গ সুন্দরী,
হাবি খাচ্ছে জীব জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষাদি
অস্ত্বিত্বের লড়াই ভুলায় বেঁচে থাকার আকুতি,  
স্বার্থান্বেষীর প্রতাপ তাপে নিয়ত পিষ্ট যাত্রী
জীবন দিয়ে বিলাস লেখে সম্মিত দিবা রাত্রি ,
প্রাসাদোপম বাতানুকূল কক্ষের কালোকাঁচ
ভেদ করতে অক্ষম ধূলা , জানে সওয়ার ;
ক্ষিপ্রতার দুর্দন্ড গতি ক্রমশ ধাবমান
কালো মেঘে ছেয়ে গেছে দেখো আসমান,
তোমার আমার উঠোন, ঘর, বিছানা, অন্তর
সবকিছু ধুলিময় হচ্ছে নিরন্তর,
ছুটছে ঘোড়া রং বেরঙের
আসছে সওয়ার অসীম ক্ষমতার
আমাদের জীবন চলার পথের কর্নধার
রক্তের নদী বয়ে চলছে চক্রান্ত কারুকাজ
স্বমহিমায় সার্থক স্বঘোষিত কৃত্রিম দেবতা ।