এই খুকী, তুর আজকে আবার
    বিয়ে নাকি রে !
কি সুন্দর সাজ সেজেছিস্ তুই
    আলতা সিঁদুর মেখে !
টিকলী মাথার কাজল চোখে
     ঢ্যাব ঢ্যাবিয়ে আছিস্ চেয়ে,
পায়ে নূপুর ঝুলছে কেমন
     বাজবে কখন রিন্ ঝিনিয়ে !
এই খুকী ! এই, তুই নীরব কেন রে !
তুর মনে নেই ? সেই শ্রাবণে
আকাশ যখন ভাঙ্গল মাথার 'পরে
দু হাত মেলে বারিষ জলে
কিশোরী স্নান দিয়ে.........
জ্বরের ঘোঢ়ের আবোল তাবোল
'দাদা, আমার কবে বিয়ে ?'
এই খুকী ! এই ! এই তো সেদিন !
বেনারসীর গন্ধ মেখে
আমার বুকে মাথা রেখে
পড়শীর অশ্রু সাক্ষী রেখে
বিদায় নিলি (!)......
আজকে আবার (!) তুর কীষের বিয়ে ?
সেদিন যখন ঝড়ের রাতে বার্তা দিলি ফোনে
মোটর সাইকেল তুর চাই ই চাই যে কোন প্রকারে ;
আমি যে তুর অধম দাদা নিরূপায় হয়ে
দেহের থেকে বেঁচে থাকার একটা কিডনী রেখে
আরেকটাকে বেঁচে দিলেম দামাদামী করে ;
তবুও সে মালিক বড় প্রতারক রে বোন্
ছেলের জীবন বাঁচাতে সে মিথ্যার আশ্রয় নিল ।
কেটে রেখে কিডনী আমার দাম দিলনা পুরোটা
সে জন্যেই তো খুকীরে তুর দাদার আসতে দেরী হল ।
এরই মাঝে অভিমানে
               এমন সুন্দর সেজে
দাদার কাছে বার্তা দিলি
               তোকে আনতে গিয়ে !!!
আমি দাদা অকর্মণ্য , অধমের অধম
শ্রম দিয়ে তো পারলাম না, বাজী রাখলাম জীবন
তবুও তুর বিয়ের সাজ যে মিটল নারে বোন !!!
এ সমাজের নরপিশাচের হাতেই হ'লি খুন ।
হ্যাঁ রে খুকী ! তুই সত্যি করে বল
আমার হৃদপিন্ডটা কেটে দিলে
আসবি আবার,  হাসবি আমার সাথে ?
হাসবি খল্ খল্ প্রাণ চঞ্চল !!!