বড্ড বেশী ভাল লাগে ভাল লাগা পেতে
ঠিক যেখানে ভাল লাগা কষ্ট হয় পেতে,
দুর সীমানার সবুজ প্রান্তর মধুর বিছানা
নিজ ঠিকানার গাছগাছালি শুধুই আবর্জনা,
ঢেউ খেলানো সলিল সৈকত অপুর্ব পারাবার
বিদ্বেষ বিতৃষ্ণায় তুচ্ছ প্লাবন জলাধার ।
অমানিশার শর্বর রাতি খোঁজে কৈরবীর চাঁদ
কাকস্য কন্ঠ ছিড়িয়া লভিতে চাহি ভৈরবী রাগ,
সতীসাধ্বীর সমর্পিত দেহ সুভাস স্বত্ব ছাড়ি
তৃষ্ণক রহি যেতে কলঙ্কিত রাঁড়ের বাড়ি ।
কোন কোন ভাল লাগায় ভালো কিছু থাকে
আবার কখনো তাতে গরলের মৃত্যু ডাকে,
তবুও সহজাত প্রকৃতি বৈভব আকর্ষন বশে
জয়-পরাজয় ভুলি মেতে উঠি যুদ্ধবিলাশে ।