আজ রোদেলা বিকেল বেলায়
       চাঁদ উঠেছে আকাশ কোনায়,
ঠিক যেমন রুপোর থালায়
       চাঁদের বুড়ি বটের ছায়ায়,
চলার পথের ছন্দ ধারায়
       অলীক কথার দ্বন্দ্ব বাড়ায়,
পিছন পানে ডাকে আয় আয়
       গা জুড়াবি ক্ষ্ন বট তলায়,
বৃথা ছুটছিস মিছে মায়ায়
       সংসারের সঙ রং কায়ায়,
হতাস মন উদাস বেলায়
       নিরাশ প্রানের বিচ্ছেদ গায়,
আক্ষেপ বিরক্তির দাওয়ায়
       ভ্রুক্ষেপ ভুলে তৃপ্ত হাওয়ায়,
  চাঁদের স্নিগ্ধ কিরন মেলায়
       গা জুড়াবি এখন আয় আয় ।।
পথ চলা মোর হলনা আর
       আকাশে চাঁদ রূপের বাহার
কেড়ে নিল আজ লক্ষ্য আমার
        সাক্ষ্য কবির কাব্যিক সম্ভার ।