ইট পাথরে ঘেরা কিছু কালো নিশানা
তোমরা যাকে শহীদ বেদী বলো
কিংবা স্মৃতি সৌধ...
যাকে তোমরা সারা বছর অবহেলে চলো
যেথায় জমে থাকে শুধু মাত্র কাক শকুনের বিষ্ঠা...
কিংবা বছর শেষে সাফ করো...
যে ছেলেটা বেদীর মূলে মাথা ঠুকরে
সবার কথা ভেবে, অকালে প্রান দিলো
তাঁর রক্তধারার গতিপথের মানচিত্র এঁকো...
পুষ্পের স্তবক নাইবা দিলে , নাইবা দিলে শ্রদ্ধার্ঘ্য
নদীর জলের স্রোত ঠেকিয়ে
জলজ প্রান কেড়ে
অবাধে তাঁর স্বপ্নগুলো ভেঙ্গোনা...
ভাল মানুষের ভালো কথার পতিত জমিন
চাষ করো.........
চাষা ভূষা মানুষদের মনের কথা জেনে
যেঁ ছেলেটা বুলেট কিংবা চাবুকের আঘাতে
শুয়ে আছে তোমাদের তথাকথিত
মিনারের শিয়রে...
খোলা আকাশে তাঁকে দাও
লিখতে উপন্যাস...
দেশ সমাজ শ্রেনী বিন্যাস আক্ষরিক মতবাদ
এক আকাশের নীলে নীলে লেখা থাক, লেখা থাক...
তোমাদের চলার পথে আকাশের সিঁড়ি নেমে
আকাশের পথ দেখাক্
ইট পাথরের বেদীগুলো মশাল হয়ে জ্বলে থাক...
আরেকটা বছর নীরবে যাক্
খোলা আকাশ তাঁকে দাও
লিখতে উপন্যাস...